

অশুভ চক্র, স্বাধীনতাবিরোধী চক্র—বিএনপি-জামায়াত সারা দেশের সন্ত্রাসীদের রাজধানীতে এনে দেশে ধ্বংসলীলা চালিয়েছে। দেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান কচি।
সোমবার (২২ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, দেশের রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করার কথা ভাবতেই পারি না। মানুষের ঘাম-রক্তে আজ মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে গড়ে উঠেছে। আর এগুলোই তাদের টার্গেট। প্রধানমন্ত্রী সবসময় ব্যবসায়ী সমাজের পাশে ছিলেন। আমরা জীবন দিয়ে হলেও আপনার পাশে থাকব। বঙ্গবন্ধুকন্যা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তাই এই দেশের উন্নয়ন হয়েছে। আপনি যদি জীবিত থাকেন এবং ক্ষমতায় থাকেন এই দেশ এগিয়ে যাবে।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের আন্তরিকতা ছিল। প্রধানমন্ত্রী ও সরকারের যথেষ্ট আন্তরিকতা ছিল। এ কারণে সুন্দরভাবে এর সমাধান হয়েছে। ছাত্রসমাজও এটাকে স্বাগত জানিয়েছে। এই ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে অশুভ চক্র এই ধ্বংসলীলায় মেতেছিল।
মন্তব্য করুন