কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পোশাক রপ্তানিতে বাংলাদেশের শেয়ার বেড়েছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তৈরি পোশাকের বিশ্ববাণিজ্যে অনেক দিন ধরেই তীব্র প্রতিযোগিতা চলছে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে। চীনের পরের অবস্থান অর্থাৎ দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশের মর্যাদা পেতেই এ লড়াই। গত বছর তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। ২০২১ সালে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। বৈশ্বিক রপ্তানিতে অঙ্ক ছিল ৬ দশমিক ৪০ শতাংশ। ২০২২ সালে সেই অংশ বেড়ে ৭ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে।

গত সোমবার (৩১ জুলাই) বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৩’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

এতে বলা হয়, চীন এখনো সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে ২০২২ সালে পোশাক রপ্তানিতে চীনের অংশ ছিল ৩১ দশমিক ৭ শতাংশ।

ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৩-এ বলা হয়েছে, ২০২২ সালে ভিয়েতনাম তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ছিল। ২০২২ সালে বাংলাদেশ ৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

আরও পড়ুন : বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে করণীয়

বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে, ২০২২ সালে চীন ১৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে ও ভিয়েতনাম রপ্তানি করে ৩৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক।

ডব্লিউটিওর প্রতিবেদন পর্যালোচনায় দেখে যায়, গত বছর বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা বেশ খানিকটা বেড়েছে। ২০২২ সালে বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২১ সালে এ হার ছিল ৬ দশমিক ৪০ শতাংশ। এর আগে ২০২০ সালে ৬ দশমিক ৩০ ও ২০১৯ সালে ৬ দশমিক ৮০ শতাংশ ছিল এ হার।

তৈরি পোশাক রপ্তানির বিশ্ববাজারে গত বছর বাংলাদেশের মতো ভিয়েতনামের হিস্যাও খানিকটা বেড়েছে। বৈশ্বিক পোশাক রপ্তানিতে তাদের অংশ দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। ২০২১ সালে যা ছিল ৫ দশমিক ৮০ শতাংশ।

বরাবরের মতো চীনের তৈরি পোশাক রপ্তানিই সবচেয়ে বেশি। গত বছর ১৮২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে দেশটি। যদিও গত বছর পোশাক রপ্তানির বাজারে তাদের অংশ কিছুটা কমে হয়েছে ৩১ দশমিক ৭০ শতাংশ। ২০২১ সালে যা ছিল ৩২ দশমিক ৮০ শতাংশ।

একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও জোটগতভাবে ইউরোপীয় ইউনিয়ন বৈশ্বিক পোশাক রপ্তানির বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সে হিসাবে বাংলাদেশ তৈরি পোশাকের তৃতীয় সর্বোচ্চ রপ্তানিকারক, চতুর্থ ভিয়েতনাম। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ কী পরিমাণ রপ্তানি করেছে তা উল্লেখ করা হয়নি বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে।

অন্য দেশগুলোর মধ্যে গত বছর তুরস্ক ২০ বিলিয়ন, ভারত ১৮ বিলিয়ন, ইন্দোনেশিয়া ১০ বিলিয়ন, কম্বোডিয়া ও পাকিস্তান ৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপসারিত কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিবৃতি

বাংলাদেশের সঙ্গে উন্নয়নের সম্পর্কও দৃশ্যমান : দ. কোরিয়ার রাষ্ট্রদূত

লাহোরের একাদশে সাকিব, বেঞ্চেই রিশাদ ও মিরাজ

ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট ৫ নয়, ৪ দিনের—কিন্তু কেন?

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি ভারতের

পাবনায় বালুমহালের আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

‘ঐক্যের ১২টা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন?’

সীমান্তে প্রশাসনের পরিচয়ে তারা হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা

দুই শতাধিক যাত্রী নিয়ে ঝড়ের কবলে ভারতীয় বিমান

বাড়ির পাশের পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

১০

টিসিবি পণ্যের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ নিম্নআয়ের ভোক্তারা

১১

ছাত্রদলের কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতা আটক

১২

জুনে মুক্তি পাচ্ছে ‘বোহেমিয়ান ঘোড়া’

১৩

স্টার সিনেপ্লেক্সে দুই মহাশক্তিধর সিনেমা

১৪

আশ্রয়ণের জায়গায় দোকান, উচ্ছেদের দাবি বাসিন্দাদের

১৫

ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির প্রতি হাসনাতের আহ্বান

১৬

সন্দ্বীপে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ, স্কুলছাত্র খুন

১৭

কাকে জুলাইয়ের গাদ্দার বললেন সাদিক কায়েম?

১৮

উদ্বোধনের আগেই ভেঙে গেল যুদ্ধজাহাজ

১৯

‘আপনারা নিজেদের মধ্যে কথা বলুন’

২০
X