অবিলম্বে অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ ও অংশীজনের মতামতের ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, আজ (বুধবার) থেকে তারা টানা অসহযোগ কর্মসূচি শুরু করছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। একই দিন ঢাকা ও ঢাকার বাইরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।
এ ছাড়া শনিবার ও রোববার দেশের সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে। তবে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। একইভাবে রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক যাত্রীসেবাও কর্মবিরতির বাইরে থাকবে বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্প্রতি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (ইআরডি) দুই ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা-কর্মচারীরা টানা চার কর্মদিবস কলমবিরতি কর্মসূচি পালন করছে।
মন্তব্য করুন