কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১১:০৯ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাজেটে কালো টাকার কী হবে? 

বাজেট। গ্রাফিক্স : কালবেলা
বাজেট। গ্রাফিক্স : কালবেলা

পৃথিবীর কোথাও কালো রঙের টাকার অস্তিত্ব নেই। এরপরও কালো টাকার কথা প্রায়ই শোনা যায়। বিশেষ করে বাজেট আসলেই কালো টাকার আলোচনা হয় সবচেয়ে বেশি। মূলত অবৈধভাবে অর্জিত টাকাই কালো টাকা, সরকারের কোনো নথিতে নেই। যাকে অপ্রদর্শিত সম্পদও বলা হয়।

স্বাভাবিকভাবেই বাংলাদেশে কালো টাকার পরিমাণ কত, তার সঠিক হিসেব নেই। তবে ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০২২-২৩ পর্যন্ত ৫০ বছরে পুঞ্জীভূত কালো টাকা ও দেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৪৪ লাখ কোটি টাকা বলে ধরা হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতি এমন তথ্য প্রকাশ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়া হলেও তাতে খুব একটা সাড়া দেয় না কালো টাকার মালিকরা। রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন আনতে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সুযোগ রাখা হচ্ছে কালো টাকা সাদা করার। তবে এবার কালো টাকা সাদা করার ক্ষেত্র আরও সম্প্রসারিত হচ্ছে। এত দিন ব্যক্তিপর্যায়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও আসছে বাজেটে প্রথমবারের মতো প্রতিষ্ঠানগুলোর জন্যও এই সুযোগ দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

এ ছাড়া ধনীদের ওপর কর বাড়ানো এবং সংসদ সদস্যদের আমদানি করা গাড়িতে শুল্ক বসানোর মতো সাহসী পদক্ষেপ যেমন নেওয়া হচ্ছে, তেমনি শিল্পের কাঁচামাল আমদানিতে ১ শতাংশ শুল্ক বসানোর মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও থাকছে এই বাজেটে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় করছাড় বাবদ অন্তত ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ কোটি টাকার রাজস্ব ক্ষতির প্রক্ষেপণ তুলে ধরে করছাড় কমিয়ে আনার ব্যাপারে কঠোর অবস্থান জানান দেবেন সংসদে।

২০০৫ সালে বিশ্বব্যাংকের এক গবেষণা বলছে, ২০০২-০৩ সালে বাংলাদেশে কালো টাকা ছিল মোট জিডিপির ৩৭ দশমিক সাত ভাগ। ২০১১ সালে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কালো টাকা নিয়ে একটি জরিপ করে। এতে দেখা যায়, বাংলাদেশে ২০১০ সালে কালো টাকার পরিমাণ ছিল জিডিপির ৬২ দশমিক ৭৫ ভাগ, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট অঙ্কের কর দেওয়ার মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আসছে। ‘অর্থ আইন, ২০২০’ এর মাধ্যমে এ সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে তুলনামূলক অনেক বেশি অঙ্কের কালো টাকা সাদা করা হয়েছে এবং কর আদায়ও হয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। কালো টাকা সাদা করার সুযোগ না দিলে সেই টাকা বিদেশে পাচার হয়ে যায় বলে মনে করে এনবিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের জালে ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত : ইসি সচিব 

শেখ হাসিনা-জয় ও পুতুলের সঙ্গে অন্য ১৮ আসামির যে সাজা হলো

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের ৭৪ শতাংশের বেশি রোহিঙ্গা

শ্যালো মেশিন চুরি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

পায়রা থেকে ১৯৬০ কিমি দূরে নিম্নচাপ, বাতাসের গতিবেগ ৪০ কিমি

ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব

গিনি-বিসাউয়ের ক্ষমতা দখল সেনাবাহিনীর, প্রেসিডেন্ট গ্রেপ্তার

বিপিএলের নিলামে ভারতীয় ক্রিকেটারের নাম

ঘরে দুর্বল ওয়াই-ফাই? কয়েকটি সহজ পরিবর্তনেই মিলবে দারুণ স্পিড

১০

রিকশাচালকদের জন্য সুখবর দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

১১

‘আমি শাহজাহান চৌধুরী, যারা চেনেনি তারা মাটির নিচে বাস করে’

১২

এরশাদ ও হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই : রিজভী

১৩

বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর

১৪

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন

১৫

জ্বালানি তেলের দাম কমছে

১৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

১৭

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট

১৮

সম্পর্কে পুরুষরা যে ১০ জিনিস চান

১৯

শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন না হওয়ায় অখুশি রাষ্ট্রপক্ষ  

২০
X