কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১১:০৯ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাজেটে কালো টাকার কী হবে? 

বাজেট। গ্রাফিক্স : কালবেলা
বাজেট। গ্রাফিক্স : কালবেলা

পৃথিবীর কোথাও কালো রঙের টাকার অস্তিত্ব নেই। এরপরও কালো টাকার কথা প্রায়ই শোনা যায়। বিশেষ করে বাজেট আসলেই কালো টাকার আলোচনা হয় সবচেয়ে বেশি। মূলত অবৈধভাবে অর্জিত টাকাই কালো টাকা, সরকারের কোনো নথিতে নেই। যাকে অপ্রদর্শিত সম্পদও বলা হয়।

স্বাভাবিকভাবেই বাংলাদেশে কালো টাকার পরিমাণ কত, তার সঠিক হিসেব নেই। তবে ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০২২-২৩ পর্যন্ত ৫০ বছরে পুঞ্জীভূত কালো টাকা ও দেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৪৪ লাখ কোটি টাকা বলে ধরা হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতি এমন তথ্য প্রকাশ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়া হলেও তাতে খুব একটা সাড়া দেয় না কালো টাকার মালিকরা। রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন আনতে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সুযোগ রাখা হচ্ছে কালো টাকা সাদা করার। তবে এবার কালো টাকা সাদা করার ক্ষেত্র আরও সম্প্রসারিত হচ্ছে। এত দিন ব্যক্তিপর্যায়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও আসছে বাজেটে প্রথমবারের মতো প্রতিষ্ঠানগুলোর জন্যও এই সুযোগ দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

এ ছাড়া ধনীদের ওপর কর বাড়ানো এবং সংসদ সদস্যদের আমদানি করা গাড়িতে শুল্ক বসানোর মতো সাহসী পদক্ষেপ যেমন নেওয়া হচ্ছে, তেমনি শিল্পের কাঁচামাল আমদানিতে ১ শতাংশ শুল্ক বসানোর মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও থাকছে এই বাজেটে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় করছাড় বাবদ অন্তত ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ কোটি টাকার রাজস্ব ক্ষতির প্রক্ষেপণ তুলে ধরে করছাড় কমিয়ে আনার ব্যাপারে কঠোর অবস্থান জানান দেবেন সংসদে।

২০০৫ সালে বিশ্বব্যাংকের এক গবেষণা বলছে, ২০০২-০৩ সালে বাংলাদেশে কালো টাকা ছিল মোট জিডিপির ৩৭ দশমিক সাত ভাগ। ২০১১ সালে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কালো টাকা নিয়ে একটি জরিপ করে। এতে দেখা যায়, বাংলাদেশে ২০১০ সালে কালো টাকার পরিমাণ ছিল জিডিপির ৬২ দশমিক ৭৫ ভাগ, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট অঙ্কের কর দেওয়ার মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আসছে। ‘অর্থ আইন, ২০২০’ এর মাধ্যমে এ সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে তুলনামূলক অনেক বেশি অঙ্কের কালো টাকা সাদা করা হয়েছে এবং কর আদায়ও হয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। কালো টাকা সাদা করার সুযোগ না দিলে সেই টাকা বিদেশে পাচার হয়ে যায় বলে মনে করে এনবিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে মিলাদুন্নবী কবে, জানা গেল

নেইমারের জন্য আবার দুঃসংবাদ!

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

১০

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

১১

ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএনপি

১২

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল / ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত

১৩

রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৪

উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার

১৫

নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট সুরক্ষা দেবে দাঁতকে : গবেষণা

১৬

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৭

নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

১৮

সাড়ে ৩১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

১৯

স্পাইডারম্যান সেজে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, বড় জরিমানা করল পুলিশ

২০
X