ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি করা হলো।
এতে আরও বলা হয়, বদলিকৃতদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ট্রাফিক-উত্তরা বিভাগের নাবিল কামাল শৈবালকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের মো. রবিউল ইসলামকে এসেস্ট বিভাগে ও অপারেশনস বিভাগের মো. আবু ইউসুফকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন