কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধে অচল ঢাকা

কোটাবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটাবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসতে শুরু করে। এদিন ঢাকার সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, আসাদগেট, কল্যাণপুর, শ্যামলী, গাবতলী, মিরপুর, রামপুরা, কুড়িল, বাড্ডায়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর জেরে আজ মঙ্গলবার ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন।

এদিন বেলা সাড়ে ১১টার পর থেকে উত্তরার আবদুল্লাহপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, উত্তরার বিভিন্ন সড়ক, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে দেড়টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে ধাওয়া-পাল্টাধাওয়ার পর রাজধানীর নতুন বাজার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, যত বাধা-বিপত্তি আসুক না কেন, মাঠ থেকে সরে যাবেন না। কোটা সংস্কারের যে দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন, আদায় করে তারপর ঘরে ফিরবেন।

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি ও আশপাশের বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী হিংসাত্মকমূলক কটূক্তি করেছেন দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

কোটা সংস্কারের দাবি ও হামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক বন্ধ করে দিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা।

অন্যদিকে মিরপুর বিইউবিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করেছেন আশপাশের ৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ শুরু করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা। এর ফলে পল্টন, কাকরাইল ও আশপাশের এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুতর আহত আদা শর্মা

ইরানে মোসাদের ৫০ এজেন্ট আটক

বয়সের ছাপ কমাতে সাহায্য করে যেসব খাবার

ট্রাম্প-নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত?

কোরআনে বর্ণিত যে নারীকে অনুসরণ করেন ইহুদিরা

খালি পেটে চিরতার পানি, উপকার নাকি ক্ষতি 

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান

গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

টিভিতে আজকের খেলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

১০

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

১২

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৪

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৫

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

১৬

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

১৭

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

১৮

দাম কমলো ইন্টারনেটের

১৯

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

২০
X