জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলালের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর নিউ মার্কেটের দারুল উলুম রশিদিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠান হয়।
এ সময় বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তার হাত ধরে দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য দোয়া হয়। পরে মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করেন বিশ্বাস বিল্ডার্সের এমডি।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ঝিনাইদহ আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল ছাড়াও বিশেষ এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, কেন্দ্রীয় মৎসজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, দারুল উলুম রশিদিয়া মাদ্রাসার পরিচালক মুফতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
এ আয়োজন নিয়ে নজরুল ইসলাম দুলাল বলেন, ‘স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। জাতির পিতার বিপদে-আপদে যে মানুষটা পাশে ছিলেন সবসময়। তাই এই মানুষটিসহ বঙ্গবন্ধু পরিবারের যারা ১৫ আগস্টে মৃত্যুবরণ করেছেন তাদের সবার জন্য এই দোয়ার আয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু এখানেই নয়, আমার আরও যত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে সব জায়গাতেই এরকম দোয়ার আয়োজন করেছি। সেই সঙ্গে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছি। উনি যেন সুস্থ থাকেন, বাংলাদেশকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।’
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ জেলার (তৎকালীন মহকুমা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম রেণু। বাবার নাম শেখ জহুরুল হক, মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎবরণ করেন।
মন্তব্য করুন