মিরপুর শেওড়াপাড়ার মেট্রো স্টেশনের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টা ৪২ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ২টার ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর আরও দুটি করে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডে বাজারের দোকান পুড়ে গেছে।
মন্তব্য করুন