টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের উদ্যোগে এক জমকালো ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব প্রতি বছর এ ধরনের মিলনমেলার আয়োজন করে থাকে, যা সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। এটি দেশের বস্ত্র খাতের অন্যতম বৃহৎ সম্মেলন।
শুক্রবার (৭ মার্চ) রাজধানীর সেনাপ্রাঙ্গণ গ্র্যান্ড হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য বিজ্ঞানী ও বাংলাদেশ পাটকল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান।
সভাপতির বক্তব্যে মো. জুলফিকার আলী সিমন বলেন, ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, বরং এটি প্রকৌশলীদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি মঞ্চ। বাংলাদেশের বস্ত্র খাতের উন্নয়নে আমরা কাজ করছি।’
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলামিন ইসলাম বলেন, ‘আমাদের ক্লাবের উদ্দেশ্য হলো টেক্সটাইল প্রকৌশলীদের একত্রিত করা এবং পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজ করা। আমরা রিসার্চ, ট্রেনিং ও ইনোভেশনের মাধ্যমে মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এ ধরনের আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক আহমদ খান বলেন, ‘দেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের অবদান অপরিসীম। এই খাতে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ইফতার অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর টেক্সটাইল বিষয়ক দেশের সর্ববৃহৎ অনলাইন প্রতিযোগিতা ‘টেক কম্পিটিশন সিজন-০৪’ এর ফলাফল ঘোষণা করা হয়। টেক্সটাইল ব্লগ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেন নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী নাসিমা আক্তার, ক্রিয়েটিভ কন্টেন্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী তামিম মারুফ, টেক্সটাইল ফান ক্যাটাগরিতে প্রথম হয়েছেন গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং ভিডিও কনটেন্টে প্রথম স্থান অর্জন করেছেন জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ছোটন আচার্য্য। এছাড়াও বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও টেকনিক্যাল টিম বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, নায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল এবং বিশিষ্ট ব্যক্তি, গবেষক-শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিরা।
মন্তব্য করুন