কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত

বায়ুদূষণের মধ্যে হেটে যাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত
বায়ুদূষণের মধ্যে হেটে যাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত

ঢাকার বাতাস দিন দিন দূষিত হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় টানা কয়েকদিন ধরেই বইছে অস্বাস্থ্যকর বাতাস। আজ বায়ুদূষণের তালিকায় ঢাকা শহরের অবস্থান অষ্টম।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বাতাসের মান ছিল ১২৭, যা ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর আর ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেঙডু শহর। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা ও মিশরের কায়রো, যাদের স্কোর যথাক্রমে ১৪৭ ও ১৩৪।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেটের দাম নিয়ে আসছে সুখবর

যুদ্ধ জিতেছি, চাই শান্তি- ভারতের প্রতি শেহবাজের আহ্বান

বাংলাদেশে ফিলিস্তিন নীতি নিয়ে আলাপ / বাংলাদেশকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জোরালো করার পরামর্শ

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

বাংলাদেশ-ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

রিমান্ড শেষে এমপি মমতাজ কারাগারে 

ডাক অধিদপ্তরের দায়িত্বে নগদ, দৈনিক লেনদেন বৃদ্ধি ১০০ কোটি টাকা

‘ভিশন’ নিয়ে এলো নতুন মডেলের ফ্রিজার 

১০

সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার

১১

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠিত

১২

কুমিল্লায় চালু হলো দেশের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন ‘এখন চার্জ’

১৩

ছাত্রদল নেতা সাম্য হত্যায় ৩ আসামি রিমান্ডে

১৪

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

১৫

বিলে পড়ে ছিল ২ যুবকের মরদেহ

১৬

নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

১৭

ভারতের পুশ ইন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান 

১৮

রাত ১টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৯

ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত রশিদের

২০
X