রাজধানীতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহিদুল উলুহিয়্যাহর (আল জিহাদি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শনিবার (১৪ অক্টোবর) এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার যুবকের নাম বাঁধন হোসেন (২৮)।
ছানোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাঁধন নতুন জঙ্গি সংগঠন তাওহিদুল উলুহিয়্যাহর সঙ্গে জড়িত থাকার বিষয়ে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তিনি জানান, বাঁধনসহ এ সংগঠনের বাকি সদস্যরা আনসার আল ইসলামের সদস্য এবং একই মতাদর্শে বিশ্বাসী বেশ কিছু সদস্যকে নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহিদুল উলুহিয়্যাহ (আল জিহাদি)’ গঠন করে।
তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উগ্রবাদী অডিও, ভিডিও আপলোড ও শেয়ার করে সরকার উৎখাতের চেষ্টা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনার জন্য সদস্য সংগ্রহ করে আসছিল বলেও জানান তিনি।
মন্তব্য করুন