রাজধানীর মিরপুরে দারুস সালাম থানার লালকুঠির এলাকায় অভ্যন্তরীণ কোন্দলে মিরপুর ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলমকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহ আলমের গ্রামের বাড়ি সাভারের মোগড়াকান্দা এলাকায়। তার বাবার নাম সৈয়দ আলী। তিনি দারুস সালামের লালকুঠির দ্বিতীয় কলোনির নুর ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাবিল খান গ্রুপের অনুসারীদের সঙ্গে আধিপত্য বিস্তারের জেরে রাতে দারুস সালাম সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে শাহ আলমের মারামারি হয়। মারামারির সময় শাহ আলমকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।
মন্তব্য করুন