রাজধানীর টিকাটুলিতে একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪৭ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত ৯টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর কর্মীরা।
আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এর আগে আজ রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মন্তব্য করুন