রিকশা চিত্রশিল্পীদের শিল্পকর্মকে প্রণোদনা দানের লক্ষ্যে বাংলা একাডেমি বুধবার (২৭ ডিসেম্বর ) একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী রিকশা আর্ট ক্যাম্প ২০২৩-এর আয়োজন করে।
আর্ট ক্যাম্প উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর, ফোকলোর জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. আমিনুর রহমান সুলতান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
খলিল আহমদ বলেন, ঢাকার রিকশা ও রিকশাচিত্রশিল্পের বৈশ্বিক স্বীকৃতিকে ফলবান করতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বাংলা একাডেমির মাধ্যমে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। স্বল্পতম সময়ে এই আর্টক্যাম্প আয়োজন করে বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ২০২৩ আফ্রিকার দেশ বতসোয়ানার কাসান শহরে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কতিক ঐতিহ্য সংরক্ষণবিষয়ক ২০২৩ কনভেনশনের ১৮তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কোর ‘বৈশ্বিক অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ তালিকায় অন্তর্ভুক্তি লাভ করে।
মন্তব্য করুন