মাইকিং করে ও বাসায় বাসায় গিয়ে কলিংবেল বাজিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ ফয়সাল আহমেদ নাসির ও তার কর্মীরা। তারা সবাই ঢাকা-৬ আসনের নৌকার প্রার্থী সাঈদ খোকনের সমর্থক।
ঢাকা-৬ আসনের নৌকার সমর্থক ও আওয়ামী লীগ নেতা মুফির পক্ষে অর্ধশত লোককে ঢাকা-৬ আসনের রঘুনাথ দাস লেনসহ বিভিন্ন অলিগলিতে হ্যান্ড মাইক নিয়ে বলতে শোনা যায়, নাসির ভাইয়ের সালাম নিন নৌকায় মার্কায় ভোট দিন। যারা যারা এখনও ভোট দেননি তারা অতি দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন।এসময় তারা বিভিন্ন বাসায় গিয়ে কলিংবেল বাজিয়ে ভোট দিতে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য স্থানীয় জনসাধারণকে বলতে শোনা যায়।
সূত্র জানায়, আজ দুপুর দুইটা পর্যন্ত ঢাকা-৬ আসনের দুপুর দুইটা পর্যন্ত ঢাকা ৬ আসনের ৯টি কেন্দ্রে ভোট পড়েছে ১৯.৪১ শতাংশ ভোট। কেন্দ্র নং ১ কেন্দ্রীয় পশু হাসপাতালে মোট ভোটার ২১১৪ জন, ভোট পড়েছে ৩৫৭টি। কেন্দ্র নং ৪ অল কেয়ার প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলে মোট ভোটার ১৮৭২ জন, ভোট পড়েছে ৩৫০টি। কেন্দ্র নং ১১ পোগোজ ল্যাবরেটরি এন্ড হাইস্কুলে মোট ভোটার ২৬৬৪ জন, ভোট পড়েছে ৯৮৩টি। কেন্দ্র নং ১২ ইস্টবেঙ্গল ইনস্টিটিউশনে মোট ভোটার ২২৭৯ জন, ভোট পড়েছে ৩২৮টি। কেন্দ্র নং ১৫ বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ৩২২০ জন, ভোট পড়েছে ৫৭০টি। কেন্দ্র নং ১৬ নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার হচ্ছ ১৭৯২ জন, ভোট পড়েছে ২৯৩টি। কেন্দ্র ১৯ গোয়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩৯৫১ জন, ভোট পড়েছে ১০৩৫টি। কেন্দ্র নং ৩১ শহীদ নবী উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ২৬২৫ জন, ভোট পড়েছে ২৩৬টি। কেন্দ্র নং ৫৬ ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ২৪২০ জন, ভোট পড়েছে ৩০২টি।
মন্তব্য করুন