রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নারী ক্রিকেটারের আইফোন-ডলার চুরি, আসামি সতীর্থের স্বামী

নারী ক্রিকেটার স্বর্ণা আক্তার। ছবি : সংগৃহীত
নারী ক্রিকেটার স্বর্ণা আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় স্বর্ণা আক্তারের দুটি মোবাইল ফোন খোয়া গেছে। এর মধ্যে একটি আইফোন-১৩ প্রো অন্যটি আইফোন-১৩ মিনি। একই দিন তার বাসায় চুরির ঘটনাও ঘটে। সোমবার (২৯ জানুয়ারি) তেজকুনিপাড়া খেলার মাঠ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন দুটি চুরি হয়। এর কিছু সময় পর তার বাসা থেকে বিদেশি মুদ্রা ও নগদ টাকা চুরি হয়। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন স্বর্ণা আক্তার। তাতে আল আমিন দেওয়ান আযান নামের এক যুবককে অভিযুক্ত করেছেন তিনি। এই যুবক আরেক ক্রিকেটারের স্বামী।

স্বর্ণা আক্তারের বোন আতিকা হোসেন অনুরা মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বলেন, আমার বোনসহ এই বাসায় চারজন থাকতাম। কয়েক দিন হলো আমাদের রুমমেট তানিয়া ও আল আমিন বিয়ে করেছেন। সেই সূত্রে আল আমিন ও তানিয়া একসঙ্গে থাকতেন। সোমবার তানিয়ার স্বামী আল আমিন দুটি মোবাইল, ডলার, টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালিয়েছেন। পরে আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেছি।

মামলার এজাহারে স্বর্না লিখেছেন, মো. আল আমিন দেওয়ান আযানকে বাসায় রেখে আমিসহ আমার তিন রুমমেট ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় অনুশীলন করার জন্য তেজকুনীপাড়া খেলাঘর মাঠে যাই। সকাল সাড়ে ১১টায় আল আমিন তেজকুনীপাড়া খেলাঘর মাঠে আসেন এবং আমাকে বলে তোমার মোবাইল ফোন কোথায়? আমি বলি আমার ব্যাগে, তারপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন নিয়ে কিছুক্ষণ ছবি উঠিয়ে ১২টায় মাঠ থেকে চলে যান। আমি ব্যাগ চেক করে দেখি ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ মিনি নেই। আমি আমার অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে আমি ফোন বন্ধ পাই। আমরা অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের মূল দরজা লক করা। আমি বাসার দারোয়ানকে কল দেই। দারোয়ান এসে তালা ভেঙে দরজা খুলে দেন। আমরা বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই রুমের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমরা বিভিন্ন জায়গায় রাখা আমাদের বিভিন্ন মূল্যবান জিনিসপত্রের খোঁজ নিতে থাকি।

তিনি আরও লিখেছেন, আল আমিন আমার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেড়ে সাড়ে তিন হাজার ডলার চুরি করে নিয়ে গেছে। আমার রুমমেট তানিয়ার ব্যাগে থাকা সাড়ে ছয় হাজার টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যান।

মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, সোমবার দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে তিন হাজার ডলার, সাড়ে ছয় হাজার নগদ টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে। এ অভিযোগে তিনি থানায় মামলা দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১০

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১১

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১২

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৩

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৪

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৫

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

১৬

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

১৭

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

১৮

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১৯

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

২০
X