কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নারী ক্রিকেটারের আইফোন-ডলার চুরি, আসামি সতীর্থের স্বামী

নারী ক্রিকেটার স্বর্ণা আক্তার। ছবি : সংগৃহীত
নারী ক্রিকেটার স্বর্ণা আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় স্বর্ণা আক্তারের দুটি মোবাইল ফোন খোয়া গেছে। এর মধ্যে একটি আইফোন-১৩ প্রো অন্যটি আইফোন-১৩ মিনি। একই দিন তার বাসায় চুরির ঘটনাও ঘটে। সোমবার (২৯ জানুয়ারি) তেজকুনিপাড়া খেলার মাঠ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন দুটি চুরি হয়। এর কিছু সময় পর তার বাসা থেকে বিদেশি মুদ্রা ও নগদ টাকা চুরি হয়। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন স্বর্ণা আক্তার। তাতে আল আমিন দেওয়ান আযান নামের এক যুবককে অভিযুক্ত করেছেন তিনি। এই যুবক আরেক ক্রিকেটারের স্বামী।

স্বর্ণা আক্তারের বোন আতিকা হোসেন অনুরা মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বলেন, আমার বোনসহ এই বাসায় চারজন থাকতাম। কয়েক দিন হলো আমাদের রুমমেট তানিয়া ও আল আমিন বিয়ে করেছেন। সেই সূত্রে আল আমিন ও তানিয়া একসঙ্গে থাকতেন। সোমবার তানিয়ার স্বামী আল আমিন দুটি মোবাইল, ডলার, টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালিয়েছেন। পরে আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেছি।

মামলার এজাহারে স্বর্না লিখেছেন, মো. আল আমিন দেওয়ান আযানকে বাসায় রেখে আমিসহ আমার তিন রুমমেট ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় অনুশীলন করার জন্য তেজকুনীপাড়া খেলাঘর মাঠে যাই। সকাল সাড়ে ১১টায় আল আমিন তেজকুনীপাড়া খেলাঘর মাঠে আসেন এবং আমাকে বলে তোমার মোবাইল ফোন কোথায়? আমি বলি আমার ব্যাগে, তারপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন নিয়ে কিছুক্ষণ ছবি উঠিয়ে ১২টায় মাঠ থেকে চলে যান। আমি ব্যাগ চেক করে দেখি ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ মিনি নেই। আমি আমার অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে আমি ফোন বন্ধ পাই। আমরা অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের মূল দরজা লক করা। আমি বাসার দারোয়ানকে কল দেই। দারোয়ান এসে তালা ভেঙে দরজা খুলে দেন। আমরা বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই রুমের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমরা বিভিন্ন জায়গায় রাখা আমাদের বিভিন্ন মূল্যবান জিনিসপত্রের খোঁজ নিতে থাকি।

তিনি আরও লিখেছেন, আল আমিন আমার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেড়ে সাড়ে তিন হাজার ডলার চুরি করে নিয়ে গেছে। আমার রুমমেট তানিয়ার ব্যাগে থাকা সাড়ে ছয় হাজার টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যান।

মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, সোমবার দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে তিন হাজার ডলার, সাড়ে ছয় হাজার নগদ টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে। এ অভিযোগে তিনি থানায় মামলা দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

১০

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

১১

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

১২

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

১৩

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

১৪

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

১৫

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

১৬

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

১৭

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

১৮

এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব : আজহারুল ইসলাম মান্নান

১৯

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

২০
X