রাজধানীর নীলক্ষেত মোড়ে ‘পথের বন্ধু’ নামে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটানা ঘটেনি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ওই তেল পাম্পটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, নীলক্ষেত মোড়ে ‘পথের বন্ধু’ ফিলিং স্টেশনের পাশে একটি চায়ের টং দোকানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন