সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের একটি সংবাদমাধ্যম : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভারে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
সাভারে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, ‘একটি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য সাংবাদিকতা একটি অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পেশা। কালবেলা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের একটি সংবাদমাধ্যম। অতি অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি সব শ্রেণির পাঠক মহলে জনপ্রিয়তা অর্জন করেছে। আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি।’

দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সোমবার (১৬ অক্টোবর) দুপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাভার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় জাতীয় দৈনিক কালবেলার প্রশংসা করে বলেন, ‘পত্রিকাটি অত্যন্ত অল্প সময়ে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভবিষ্যতে এভাবেই দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।’

তিনি বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানা প্রতিকূলতার মাঝে সংবাদ সংগ্রহ করে সেই সংবাদ প্রকাশ করে। এরপর সেটি সরকারের নজরে আসে এবং সরকার রেসপন্স করে। সেই সংবাদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অনেক ব্যবস্থা নেওয়া হয়। সে জন্য আমি সারা বাংলাদেশের সব সাংবাদিকদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘কালবেলা তেমনি একটি পত্রিকা যেটির সম্পাদক আবেদ খান একজন সৃজনশীল এবং অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক।’

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত থেকে কালবেলাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি এস এম রাসেল ইসলাম নূর, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও এন টিভির স্পেশাল প্রতিনধি জাহিদুর রহমান, সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিউজ টোয়েন্টিফোরের নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আরটিভির জিয়াউর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, গ্লোবাল টেলিভিশনের তোফায়েল হোসেন তোফাসানী, দিপ্ত টিভির এম এ হালিম, বৈশাখী টিভির আব্দুল হালিম, এটিএন বাংলার শেখ বাশার, একুশে টিভির কামরুজ্জামান, মাছরাঙা টিভির সৈয়দ হাসিব, সময়ের আলোর দেওয়ান ইমন, ঢাকা মেইলের আহমাদ সোহান সিরাজী, ধামরাই রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক আরিফুর রহমান সাব্বির, বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সাগর ফরাজী, আজকের বসুন্ধরার আবদুস সালাম রুবেল, দেশ রূপান্তরের ওমর ফারুক, এশিয়ান এইজের কাজী বিপ্লব, ডেইলি ট্রাইবুনালের এস আর জয়, এশিয়ান টিভির সবুজ আহমেদ, গণকণ্ঠের শাহিন আহমেদ, বিজনেস স্ট্যান্ডার্ডের নোমান মাহমুদ, ই নিউজের নেছার আহমেদ, আমার সংবাদের হাচান ভুইয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দৈনিক নতুন দিগন্তের বিশেষ প্রতিনিধি সিফাত মাহমুদ ফাহিম ও সাভার পৌর কাউন্সিলর আব্দুর রহমান, সাংবাদিক আল মামুন, সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্তার বাবুসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা পর্বের শেষে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্খের ভাঙনে বিলীন ধানি জমি, আতঙ্কে উপকূলবাসীরা

টোকিওর হোটেলগুলোকে সতর্ক থাকার নির্দেশ

পাক-ভারত উত্তেজনায় স্থগিত হলো আইপিএল

গাছের ‘তেলে’ দৌড়াল ইঞ্জিন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

ক্ষেপণাস্ত্র চালাল উত্তর কোরিয়া

জবি ম্যাথ ক্লাবের দায়িত্বে সিফাত ও নয়ন  

পরোয়ানা নিয়ে সাজেদুলের বাড়ি যাওয়া এসআই প্রত্যাহার

যুদ্ধ পাকিস্তান শুরু করেছে দাবি শেবাগের

যমুনার চরে ফসলের বিপ্লব

১০

স্বেচ্ছাসেবকলীগ নেতা এখন জিয়া মঞ্চের গুরুত্বপূর্ণ পদে

১১

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটে’ খেপেছে যুক্তরাজ্য

১২

৩০ ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত, নিহত ২

১৩

বোমা আতঙ্কে কাঁপছিলেন আইপিএল চিয়ারলিডার, ভিডিও ভাইরাল

১৪

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ 

১৫

ভয়ে ভারত ছাড়তে চাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

১৬

পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পিএসএল

১৭

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

১৮

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

১৯

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

২০
X