আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে গাজীপুরে জনপ্রিয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর অসীম বিভাকর।
মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার ও লেখক ফারদিন ফেরদৌসের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক ইজাজ আহমেদ মিলন, একুশে টিভির অপূর্ব রায়, আরটিভির আজহারুল হক, দৈনিক কালবেলার টঙ্গী প্রতিনিধি মহিন উদ্দিন রিপন, কালীগঞ্জ প্রতিনিধি মজিবুর রহমান, শ্রীপুর প্রতিনিধি সুমন শেখ, কালিয়াকৈর প্রতিনিধি শেখ মনিরুজ্জামান প্রমুখ। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কালবেলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকার সাফল্য কামনা করেন।
মন্তব্য করুন