চট্টগ্রামের ১৬ নম্বর স্টেশন রোডের বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি করা হয়েছে রনজিত সরকারকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট জাফরুল আলমকে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কার্যালয়ে কমিটির অনুমোদন দেন রেলওয়ে মেন্সস স্টোরস লিমিটেডের প্রধান নির্বাহী সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
কমিটিতে সহসভাপতি করা হয়েছে মাহবুবুর রহমান, রঞ্জন বড়ুয়া, মো. কামরুল ইসলাম ও এস এম ইব্রাহিমকে। এ ছাড়া সঞ্জয় চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক, মনব্রত বণিককে কোষাধ্যক্ষ, মো. ইমরানকে যুগ্ম কোষাধ্যক্ষ, অ্যাডভোকেট কামাল হোসেনকে আইনবিষয়ক সম্পাদক, মিহির রঞ্জন দাশকে প্রচার সম্পাদক, মো. শাহিনকে সাংগঠনিক সম্পাদক, আব্দুর রউফকে আপ্যায়ন সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিতে সদস্য করা হয়েছে মোট আটজনকে। তারা হলেন আকতার হোসেন সোহান, তানভির ফাহাদ, শামসুল আলম, অহিদুল আলম, মো. আবছার, রবিউল আলম, নিপু দে ও ফিরোজা বেগম।
এছাড়া কমিটির উপদেষ্টা করা হয়েছে ছয়জনকে। তারা হলেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন নাসির, প্রদীপ কুমার নাথ, প্রনবেশ ধর, আব্দুল হাকিম, শামিমা আক্তার লাকি ও আফরিন সুলতানা।
মন্তব্য করুন