বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই পৌরসভার শাখার দ্বিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন শংকর শর্মা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈকত ধর।
শনিবার (২৯ জুলাই) বিকেলে মিরসরাই পৌর সদরের কালী মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিপুল কান্তি দত্ত।
দ্বিবার্ষিক সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে শংকর শর্মা সভাপতি ও সৈকত ধর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের পূর্বে মিরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর শর্মার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন।
আরও পড়ুন : বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ রায় ও সৈকত ধরের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল সেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রিমন মুহুরী, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার অমিতাব দাশ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য পলাশ কান্তি দে, সুদর্শন রায়, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সহ-সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব, বেনুতোষ দাশ, আশিষ দাশ, বিপুল দাশ, জহর লাল নাথ অভি, সাধারণ সম্পাদক সজল শীল, সাংগঠনিক সম্পাদক অভি রায়, মিরসরাই উপজেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক গোপী কুমার দাশ, পিয়াস নাথসহ মিরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ওয়ার্ড ও মন্দির কমিটির সভাপতি সম্পাদকরা।
প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কুমার পালিত বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বাধীন দেশে সাম্প্রদায়িকতা রুখে দিতে হবে। নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে, নাহলে আমাদের মধ্যে সহিংস আচরণ দেখা দিবে। স্বাধীন দেশে স্বাধীনভাবে ধর্ম পালন করতে চাই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই পৌরসভা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সৈকত ধর বলেন, সকলকে একসঙ্গে নিয়ে মিরসরাই পৌরসভার পূজা উদযাপন পরিষদকে এগিয়ে নিয়ে যাবো আগামী দিনেও। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই।
সৈকত আরও বলেন, সামনে আমাদের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা আসতেছে। সকলকে একসঙ্গে নিয়ে আমরা সুন্দরভাবে এই পূর্জা উদযাপন করবো।
মন্তব্য করুন