চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত

নিহত শিক্ষানবীশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছবি : সংগৃহীত
নিহত শিক্ষানবীশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। সাইফুল লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

এর আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া লালদিঘিতে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ছাড়াও আহত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। তবে এ ১৯ জনের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মন্নান।

তিনি বলেন, আহতদের কেউ মাথায় আঘাত পেয়েছেন, কেউ হাতে, কেউ শরীরের অন্যান্য জায়গায়। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতনীরা আদালত চত্বরে প্রায় তিন ঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন। এর মধ্যে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার লিয়াকত আলী বলেন, একজন নিহত হয়েছেন। তবে কীভাবে সেটি এখনো জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আদালত এলাকায় আইনজীবীরা বিক্ষোভ করছিলেন। বুধবার (২৭ নভেম্বর) কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা বুধবার

এআই বিড়ম্বনায় হানিফ সংকেত

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযানে সাগর-হিমেল

চলতি মৌসুমে ৬০ হাজার টন আম সংগ্রহ করবে প্রাণ

ব্রাজিলের হয়ে এক ঐতিহাসিক অভিশাপ ভাঙার মিশনে আনচেলত্তি

বড় ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

ভারতীয় গণমাধ্যমে গ্রেটার বাংলাদেশ ম্যাপ নিয়ে ভুয়া সংবাদ প্রচার : বাংলাফ্যাক্ট

মেঘনায় বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফের গুলি

নতুন সভাপতি পেল ব্রাজিল ফুটবল ফেডারেশন

খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

ভারত-পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হয়েছে?

১১

সিলেটে বন্যার আতঙ্ক, ৪ উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত

১২

ঝড়-বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে দেশে ফিরল যুবারা

১৩

‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে’

১৪

আবহাওয়ার তাণ্ডবে বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু

১৫

মেয়ের জামাইয়ের কিল-ঘুষিতে প্রাণ গেল শ্বশুরের

১৬

শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী বুধবার

১৭

কর্মবিরতিতে নিটোরের ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা

১৮

আইনশৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

১৯

ইউরোপা লিগ ফাইনাল / ইউনাইটেড-টটেনহ্যাম কি আসলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্য?

২০
X