চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবদুল খালেক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।
সোমবার (২৮ আগস্ট) ভোরে ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশেক নূর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী ও স্ত্রীক চমেক ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, স্বামীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্ত্রী আনোয়ারা বেগম চমেক হাসপাতালের চিকিৎসাধীন।
মন্তব্য করুন