

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার দ্বাদশ দিনে চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩১ জন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা।
দলের ঘোষিত প্রার্থীর বাইরে গিয়ে অনেক বিএনপি নেতাদের পক্ষে তাদের অনুসারীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ কালবেলাকে বলেন, বিভাগীয় কমিশনার ও তার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া চট্টগ্রাম ১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারি উপজেলা ও নগরীর ১, ২ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. এমদাদুল হক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দীন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল মোমেন চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের হোমায়েদ রাশেদ, আমার বাংলাদেশ পার্টির মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ জান্নাতুল ইসলাম।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম ১১ (বন্দর, পতেঙ্গা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সাগুপ্তা বুশরা মিশমা ও স্বতন্ত্র হিসেবে মো. আব্দুল সালাম মনোনয়পত্র সংগ্রহ করেছেন।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম-১ (মিরসরাই উপজেলা) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে উপজেলা বিএনপির ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. রফী উদ্দীন ফয়সাল, চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) আসনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. ইলিয়াস নুরী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা) আসনে এবি পার্টির মো. আব্দুর রহমান।
চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) বিএনপির সৈয়দ সাদাত হোসেন, বিএনপির গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আবু তালেব, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, জাতীয় পার্টির মোহাম্মদ নুরচ্ছফা সরকার ও স্বতন্ত্র গাজী মোহাম্মদ শাহজাহান মনোনয়নপত্র নিয়েছেন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা উপজেলা) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা মনোনয়নপত্র নিয়েছেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ, সাতকানিয়া আংশিক) বিএনপির মোহাম্মদ নুরুল আনোয়ার, এহছানুল মৌলা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসন থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মালেক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মন্তব্য করুন