চট্টগ্রামে সেভেন রিংস সিমেন্টের উদ্যোগে ‘জেনে গড়ি, নিজের বাড়ি’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে চট্টগ্রামের বাড়ি নির্মাতা, প্রকৌশলী, স্থপতি ও কনসালটিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভেন রিংস চট্টগ্রামের হেড অব মার্কেটিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবিএম ইফতেখার আলম সিদ্দীকী।
বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ, চট্টগ্রাম সেন্টারের সহযোগী সদস্য ইঞ্জিনিয়ার অসিম সেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ আমিনুর রহমান। উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের ম্যানেজার মো. নুরুল আবরার, ডেপুটি ম্যানেজার মো. ফারুকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মূল বিষয় উপস্থাপন করেন টেকনিক্যাল সাপোর্ট বিভাগের ইঞ্জিনিয়ার মো. আনাস বিন জোবায়ের।
অনুষ্ঠানে সিমেন্ট ব্যবহারকারী সেরা দশজনকে পুরস্কার দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন