চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে অনিরাপদ ভাবে বিএসটিআই লাইসেন্স বিহীন এলপিজি সিলিন্ডার ফিলিং কারখানায় ভ্রাম্যমান আদা়লত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
ভুক্তভোগীরা জানান, একটি বিশাল সিন্ডেকেট বেআইনীভাবে ওমেরা, টোটাল, বসুন্ধরাসহ বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার থেকে খালি বোতলে গ্যাস ট্রান্সফার করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আফরোজ। এ সময় তিনি ভ্রাম্যমান আদা়লত পরিচালনা করে কারখানার সঙ্গে জড়িতদের ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় এক লাখ টাকা অর্থদন্ড এবং কারখানায় সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে মুচলেকা গ্রহণ করেন। তিনি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
মন্তব্য করুন