ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নের একেবারে গ্রাম পর্যায়ে ত্রাণ বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট। আজ বুধবার সকাল থেকে তারা ত্রাণ বিতরণ শুরু করেন। সংস্থাটি প্রায় পাঁচশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
দুপুরে তারা যান জেলার দাগনভূঞার ৮নং জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ খুশিপুর গ্রামে। সেখানে তারা একশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, লবণ, তেল, চিনি, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
এসময় উপস্থিত ছিলেন- দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা, ইউএনও অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্টের স্বেচ্ছাসেবক দল। পুরো সময় তাদের সহযোগিতা করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. শাহরিয়ারের নেতৃত্বাধীন একটি দল।
জানা গেছে, ত্রাণ দেওয়ার মতো স্বল্পমেয়াদী পরিকল্পনার পাশাপাশি ঘর সংস্কার, গবাদিপশু বিতরণ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তাদের রয়েছে।
গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ফেনীর বন্যার কথা শুনে আজ দাগনভূঞার রিমোট এরিয়ায় আমরা ত্রাণ দিতে এসেছি। এখানে প্রত্যেকটি পরিবারকে ২৫ কেজি চাল, ডাল, লবণ, তেল, চিনি, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস দিয়েছি।
তিনি বলেন, পানি একটু কমতে শুরু করেছে। তাই অনেকেই শুকনো খাবার খেতে চায় না। সেজন্য আজ ৪৮০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছি। এই সপ্তাহেই আরও এক হাজার দুইশ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ হবে।
তিনি আরও বলেন, স্বল্পমেয়াদীর পাশাপাশি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও রয়েছে। আমরা গরু, ছাগল বিতরণ সহ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের পরিকল্পনা হাতে নিয়েছি। এরই মধ্যে আমরা প্রকল্প সাবমিট করেছি। সেটি চূড়ান্ত হলে আমরা কাজ শুরু করতে পারব।
মন্তব্য করুন