কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান

নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান। ছবি : সৌজন্য
নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান। ছবি : সৌজন্য

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের স্প্রিং ২০২৫ ব্যাচের নবীন বরণ এবং সামার ২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে আইন বিভাগ কর্তৃক এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য, প্রফেসর ড. এইচ এম জহিরুল হক। তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব-চরিত্র গঠন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার একটি প্রধান উপায়। শিক্ষার্থীদের জীবনে দৃঢ় লক্ষ্য স্থির করে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহসান। তিনি তার বক্তব্যে উচ্চশিক্ষার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তিনি উল্লেখ করেন, আইন খুবই বিস্তৃত একটি বিষয় এবং বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম চাহিদাসম্পন্ন বিষয় ‘আইন’। প্রথাগত বিষয়গুলোর বাইরে এসে এ বিষয়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখন আকাশচুম্বী।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ের ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে একটি স্বতন্ত্র ও পৃথক সার্ভিস কমিশন গঠন করে যার নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং পরিচালক (জনসংযোগ) এ এস এম জি ফারুক। তিনি তার বক্তব্যে আইন শিক্ষার বহুমুখী দিক তুলে ধরেন এবং উল্লেখ করেন, সিইউবির আইন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মুট কোর্ট প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে টিয়াইবি কর্তৃক আয়োজিত ৩য় দুর্নীতি বিরোধী মুটকোর্ট প্রতিযোগিতায় ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এমনকি এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন বলেও তিনি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ সানজাদ শেখ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব ও সময়ের সঠিক ব্যবহার এবং প্রাত্যহিক জীবনে আইন এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তাদের বক্তব্যে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

আইন বিভাগের সাবেক ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির দুই হল সংসদের ফল পুনর্গণনার ঘোষণা

টিভিতে আজকের খেলা

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

১০

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

১১

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

১২

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

১৩

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

১৪

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

১৫

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

১৬

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৭

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১৮

হাসপাতালে খালেদা জিয়া

১৯

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

২০
X