কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় টেকসই প্লাস্টিক ব্যবহারে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি 

আলোচনা সভায় বক্তারা। ছবি : সংগৃহীত
আলোচনা সভায় বক্তারা। ছবি : সংগৃহীত

নেত্রকোনার পাবলিক হলে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এটি পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) যৌথ উদ্যোগে এবং ঢাকাস্থ নরওয়েজিয়ান দূতাবাসের সহায়তায় পরিচালিত পরিচ্ছন্নতা ও গণসচেতনতা কার্যক্রমের অংশ।

এ কর্মসূচি ‘বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহারের একীভূত পদ্ধতি ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধ’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রফিকুজ্জামান।

এর আগে, বুধবার (২৮ মে) সকালে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস তরুণ পরিবেশক স্বেচ্ছাসেবকদের শপথ পাঠ করান এবং হাতে-কলমে বর্জ্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুজ্জামান বলেন, এই ধরনের উদ্যোগ নাগরিকদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো বিধিনিষেধ কার্যকর করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি, নেত্রকোনার তরুণ প্রজন্ম টেকসই আচরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিষ্কার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউনিডোর জাতীয় বিশেষজ্ঞ এস. এম. আরাফাত বলেন, প্লাস্টিক দূষণ মোকাবেলায় ৩টি মূলনীতি—হ্রাস (Reduce), পুনঃব্যবহার (Reuse), ও পুনঃচক্রায়ন (Recycle)—অত্যন্ত জরুরি। কক্সবাজারের উদাহরণ দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নেত্রকোনার তরুণরাও শহরের নদীঘেঁষা এলাকাগুলোয় দূষণ হ্রাসে সক্রিয় ভূমিকা রাখবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন IMED-এর পরিচালক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি কামাল হোসেন তালুকদার বলেন, প্লাস্টিক বর্জ্য পরিষ্কারে তরুণ সমাজকে সক্রিয় হয়ে শুধু নিজেরাই এগিয়ে আসতে হবে না, বরং অন্যদেরও অনুপ্রাণিত করতে হবে।

স্থানীয় পরিবেশবাদী সংস্থা বারসিক (BARCIK)-এর সমন্বয়কারী ওয়াহিদুর রহমান জানান, শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, তরুণ শিক্ষার্থীরা দেয়ালে চিত্রকর্ম ও গ্রাফিতির মাধ্যমে একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেছে, যা অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রশংসা করেছেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাতিন তার সমাপনী বক্তব্যে বলেন, তরুণদের এই উদ্যম ভবিষ্যতের জন্য একটি পরিবেশবান্ধব উত্তরাধিকার গড়ে তুলবে।

এই পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আনন্দ বাজার, নগরা ব্রিজ ও মুটাপাড়া এলাকা থেকে প্রায় ৮০০ কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে কুর্দিশ নেতার ফোনালাপ

বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন : রবিন

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির না হলে ব্যবস্থা

ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে মরহুম ইয়াছিন আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিপুন রায়ের

ত্রয়োদশ সংসদ নির্বাচন / সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রার্থীকে বললেন নির্বাচন কমিশনার / ‘ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, না দিলে জনরোষ তৈরি হবে’

১০

প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত

১১

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

১৩

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

১৪

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

১৫

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

১৬

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৭

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

১৮

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারীর শোকজের জবাব দিল এনসিপি

১৯

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

২০
X