বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। তার এই অর্জনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিকস ব্র্যান্ড সনি।
সম্প্রতি রাজধানীর জহির স্মার্ট টাওয়ারে মোহাম্মদ জহিরুল ইসলামের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় তার সঙ্গে ছিলেন আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিংয়ের প্রোডাক্ট ম্যানেজার কেমনুজ ম্যাকাইভ্যালিত মিং।
মোহাম্মদ জহিরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রিকি লুকাস বলেন, বাংলাদেশের আইসিটি খাতের প্রসারে মোহাম্মদ জহিরুল ইসলামের ভূমিকা অগ্রগণ্য। আমি আশা করছি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হিসেবে সামনের দিনে তিনি আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন, যাতে করে বাংলাদেশ আরও উন্নত ও আধুনিক হবে।
এ সময় মোহাম্মদ জহিরুল ইসলাম সনির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন