বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের (পিইউবি) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোস্তফা কামালকে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।
এতে বলা হয়, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোস্তফা কামাল বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধি হিসেবে আগামী দুই বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থ সংরক্ষণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। নবনির্বাচিত কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সার্বিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা।
মন্তব্য করুন