দেশের প্রথম আধুনিক প্রপার্টি মার্কেটপ্লেস যেখানে প্রপার্টি মালিক ও এজেন্টরা সরাসরি তাদের সম্পত্তি লিস্ট করতে পারেন, কোনো কমিশন ছাড়াই।
বাংলাদেশের দ্রুত নগরায়ন ও ক্রমবর্ধমান সম্পত্তি দামের প্রেক্ষাপটে ক্রেতা ও ভাড়াটেদের জন্য সঠিক প্রপার্টি খুঁজে পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। আগে যেখানে পোস্টার ঝোলানো বা অসংখ্য ফেসবুক গ্রুপে বিজ্ঞাপন দেয়াই ছিল ভরসা, এখন মানসীড় সেই অভ্যাস বদলাচ্ছে। এখানে এলাকার নাম, বাজেট, সাইজ - সহজেই ফিল্টারিং করে খোঁজা যায় প্রপার্টি। এবং প্রতিটি লিস্টিং যাচাই করার পর প্রকাশ করা হয়, যাতে ভুয়া বিজ্ঞাপন বা সন্দেহজনক প্রকল্প ঢুকে না পড়ে।
মানসীড়-এর প্রতিষ্ঠাতা শাকুর রিয়াজাত বলেন, আমরা চাই মানুষ একটি নিরাপদ ও সহজ ডিজিটাল অভিজ্ঞতা পাক। গুলশান, বনানী, বসুন্ধরা, ধানমন্ডি ও মিরপুরের মতো এলাকায় প্রায় এক হাজার যাচাইকৃত প্রপার্টি এখনই ব্রাউজ করা যায়। পাশাপাশি চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও কেরানীগঞ্জ থেকেও লিস্টিং বাড়ছে।
প্ল্যাটফর্মটি চালু হয়েছে ২০২৫ সালের শুরুতে। কয়েক মাসেই এখানে যুক্ত হয়েছেন শতাধিক এজেন্ট, ডেভেলপার ও প্রপার্টি মালিক। প্রত্যেকেই পাচ্ছেন একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন মডেল — মাত্র তিন মাসের জন্য এককালীন ফ্ল্যাট-রেট সাবস্ক্রিপশন ফি। এর বাইরে কোনো কমিশন চার্জ করা হয় না।
ব্যবহারকারীদের জন্য সাইন-আপ করা একদম সহজ। মোবাইল নম্বর বা ইমেইল ব্যবহার করে এক মিনিটের মধ্যেই তারা রেজিস্টার করতে পারেন। এরপর তারা সরাসরি মেসেজ করে বা কল দিয়ে প্রপার্টি মালিক ও এজেন্টদের সাথে যোগাযোগ করতে পারেন। ‘ফেভারিটস’ ফিচার ব্যবহার করে পছন্দের লিস্টিং সংরক্ষণ ও তুলনা করা যায়, যাতে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়।
শিগগিরই মানসীড় তাদের প্ল্যাটফর্মের বাংলা সংস্করণ চালু করতে যাচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য হবে। বর্তমানে শতাধিক লিস্টার যুক্ত হলেও, আগামী কয়েক মাসে এই সংখ্যা দশগুণ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশের রিয়েল এস্টেট বাজারকে স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে মানসীড়-এর লক্ষ্য একটাই : ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সরাসরি, বিশ্বাসযোগ্য সেতুবন্ধন তৈরি করা।
মন্তব্য করুন