চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছাত্র-আন্দোলনে হত্যা মামলার প্রথম অভিযোগপত্র গ্রহণ

চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাটে জুলাই আন্দোলনের সময় দোকানকর্মী শহীদুল ইসলাম শহীদ হত্যার ঘটনায় সাবেক তিন মন্ত্রী, দুই সাবেক সিটি মেয়র ও একাধিক সংসদ সদস্যসহ ২৩১ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম চতুর্থ মহানগর জজ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

জুলাই আন্দোলনের কোনো হত্যাকাণ্ডে এটিই প্রথম অভিযোগপত্র গ্রহণ হলো।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালবেলাকে বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহীদুল ইসলাম হত্যায় এই চার্জশিট দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাদীর করা নারাজি আবেদন আদালত খারিজ করে চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটে মোট ১২৮ জনকে সাক্ষী করা হয়েছে, যাদের মধ্যে ২৮ জন সাধারণ নাগরিক, ৯৯ জন পুলিশ সদস্য এবং একজন চিকিৎসক রয়েছেন।

আদালত সূত্র জানায়, শুরুতে নিহতের ভাই শফিকুল ইসলাম ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেছিলেন। পরে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক মো. ফয়সাল গত জুলাইয়ের শেষ সপ্তাহে ২৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় এখন পর্যন্ত ৮৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন গত ২ আগস্ট জানিয়েছিলেন যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে কেবল তাদের নামেই অভিযোগপত্র দেওয়া হয়েছে।

চার্জশিটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক দুই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা আছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বহদ্দারপুকুর পাড় এলাকায় গুলিবিদ্ধ হন শহীদুল ইসলাম। কদমতলি এলাকার এই দোকানকর্মীকে পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তে তার শরীর থেকে ১০টি ধাতব পিলেট উদ্ধার হয়। সিআইডির ফরেনসিক মতামত—এগুলো শর্টগান বা দেশীয় আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া।

অভিযোগপত্রে বলা হয়েছে, ছাত্র-জনতার ‘যৌক্তিক আন্দোলন প্রতিহত করতে’ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা লাঠি শোঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

জানা গেছে, চট্টগ্রামে জুলাই আন্দোলনের ঘটনায় এ পর্যন্ত ১৫১টি মামলা হয়েছে এটাই প্রথম মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের সমূলে উৎখাত করতে হবে : লায়ন ফারুক

টি-স্পোর্টস থেকে পাওনা নিচ্ছে না বিসিবি

খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

পিবিপ্রবিতে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে আপস করেননি : মাহমুদ

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না : সারজিস

‘নিখোঁজ’ মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির

দুবাইয়ে টাইগারদের দারুণ শুরু

১০

‘নিখোঁজ’ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

১১

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

১২

ময়মনসিংহের ৬০ মন্দিরে বিএনপির উৎসব প্রণোদনা

১৩

মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

১৪

দুর্গাপূজার ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

১৫

পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল

১৬

খুবিতে চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান

১৭

অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না : সালাহউদ্দিন আহমদ

১৮

আখতারের ওপর ডিম নিক্ষেপ, অর্থায়নকারীর তথ্য জানাল পুলিশ

১৯

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ‘অপমানজনক’ ঘটনা ঘটেছে

২০
X