

দেশের নির্মাণ শিল্পের অন্যতম শীর্ষ ও বিশ্বস্ত ব্র্যান্ড আকিজ সিমেন্ট গর্বের সঙ্গে উদযাপন করেছে তাদের সাফল্যমণ্ডিত ২০ বছর পূর্তি।
এই উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের আকিজ হাউজে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও শেখ জসিম উদ্দিন, আকিজ সিমেন্টের সিইও মোহাম্মদ মশিউর রহমান ডালিম, আকিজ রিসোর্সের সিপিও আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, ‘আমাদের ভিশন খুবই স্পষ্ট— আমরা হতে চাই দেশের মানুষের প্রথম পছন্দের সিমেন্ট ব্র্যান্ড। এই আস্থার যাত্রা সম্ভব হয়েছে আমাদের প্রতি যারা বিশ্বাস রেখেছেন— ডিস্ট্রিবিউটর, রিটেইলার, প্রকৌশলী, মেসন, পার্টনার এবং আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের সহযোগিতায়। তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’
আকিজ সিমেন্ট আয়রন স্ল্যাগ ভিত্তিক উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য গুণগত মানের মাধ্যমে ভবিষ্যতেও বাংলাদেশের টেকসই ও আধুনিক নির্মাণযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
মন্তব্য করুন