

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিডিয়া উপকমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুব আলম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন খান মুহাম্মদ মুরসালীন।
শুক্রবার (২১ নভেম্বর) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী ও সেক্রেটারি ডা. তাসনীম জারা নতুন এই উপকমিটি অনুমোদন করেছেন।
মন্তব্য করুন