

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির গুরুত্বপূর্ণ প্রকল্প সিমিউই-৬-এর প্রকল্প পরিচালক (পিডি) বদল করা হয়েছে। পদ থেকে সরানো হয়েছে বর্তমান পিডি মির্জা কামালকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ প্লানিং শাখার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকিরুল আলম।
তিনি বর্তমানে সাবমেরিন কেবল কোম্পানির ব্যান্ডউইথ প্লানিং শাখায় কর্মরত রয়েছেন। একইসঙ্গে অতিরিক্ত হিসেবে প্রতিষ্ঠানটির কোম্পানি সচিবেরও দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকিরুলের পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবমেরিন কেবল কোম্পানির ব্যান্ডউইথ প্লানিং শাখার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকিরুল আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিমিউই-৬ প্রকল্প পরিচালক পদে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে তিনি তার বর্তমান দায়িত্বেও কর্মরত থাকবেন। আর মির্জা কামাল ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের ফ্রিকোয়েন্সি ব্যবস্থাপনা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন