শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরের চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

গ্রেপ্তার আলিমুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার আলিমুল ইসলাম। ছবি : কালবেলা

ময়মনসিংহের শেরপুরে চাঞ্চল্যকর গৃহবধূ নার্গিস বেগম হত্যাকাণ্ডের প্রধান আসামি আলিমুল ইসলামকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খোরশেদ আলম পিপিএম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, আলিমুল সদর উপজেলার দড়িপাড়া গ্রামের মো. সামিদুল হকের ছেলে। সে গত ২৭ জুন চুরির উদ্দেশ্যে সদর উপজেলার একই গ্রামের মৃত নওশের আলীর বাড়িতে প্রবেশ করে চিনে ফেলায় তার স্ত্রী নার্গিস বেগমকে ছুরিকাঘাত করে। পরে তার মৃত্যু হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে এসব ঘটনা স্বীকার করেছে আলিমুল। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ জুন নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ শেরপুর ব্র্যাক ব্যাংকের শাখা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে ঘরে রাখেন। পরে সে তার স্ত্রীর-সন্তানসহ টাঙ্গাইলে ঘুরতে যান। এ সময় তাদের বাড়িতে তার বৃদ্ধ মা ছাড়া আর কেউ ছিল না। এক পর্যায়ে টাকার বিষয়টি জানতে পেরে আলিমুল রাতে চুরির উদ্দেশ্যে তাদের বাড়িতে প্রবেশ করে। বাইরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলেও ট্রাংকের তালা ভাঙার সময় টের পান নার্গিস বেগম। এ সময় টর্চলাইট নিয়ে বের হলে আলিমুল বাইরের টিনের লাকড়ি রাখার ঘরে আত্মগোপনের চেষ্টা করেন। কিন্তু নার্গিস বেগম সেখানে লাইট মারার পর আলিমুলকে চিনে ফেলেন।

ঘটনা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে আলিমুল ছুরি দিয়ে নার্গিসের পেটে আঘাত করে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর দুই দিন পর গত ২৯ জুন রাতে চিকিৎসাধীন নার্গিসের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান আলিমুল।

এ ঘটনায় নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরই অভিযানে নামে পুলিশ। পরে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মো. আলিমুল ইসলামকে ধরতে প্রথমে গাজীপুর ও পরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। সবশেষ চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গত ৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর থানার ওসি মো. এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, ডিবির পুলিশ পরিদর্শক নাঈম হাসান মো. নাহিদ, প্রেসক্লাব সভাপতি দেবাশীষ ভট্টাচার্যসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১০

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১১

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১২

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১৩

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৪

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৬

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৭

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৮

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৯

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X