শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরের চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

গ্রেপ্তার আলিমুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার আলিমুল ইসলাম। ছবি : কালবেলা

ময়মনসিংহের শেরপুরে চাঞ্চল্যকর গৃহবধূ নার্গিস বেগম হত্যাকাণ্ডের প্রধান আসামি আলিমুল ইসলামকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খোরশেদ আলম পিপিএম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, আলিমুল সদর উপজেলার দড়িপাড়া গ্রামের মো. সামিদুল হকের ছেলে। সে গত ২৭ জুন চুরির উদ্দেশ্যে সদর উপজেলার একই গ্রামের মৃত নওশের আলীর বাড়িতে প্রবেশ করে চিনে ফেলায় তার স্ত্রী নার্গিস বেগমকে ছুরিকাঘাত করে। পরে তার মৃত্যু হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে এসব ঘটনা স্বীকার করেছে আলিমুল। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ জুন নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ শেরপুর ব্র্যাক ব্যাংকের শাখা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে ঘরে রাখেন। পরে সে তার স্ত্রীর-সন্তানসহ টাঙ্গাইলে ঘুরতে যান। এ সময় তাদের বাড়িতে তার বৃদ্ধ মা ছাড়া আর কেউ ছিল না। এক পর্যায়ে টাকার বিষয়টি জানতে পেরে আলিমুল রাতে চুরির উদ্দেশ্যে তাদের বাড়িতে প্রবেশ করে। বাইরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলেও ট্রাংকের তালা ভাঙার সময় টের পান নার্গিস বেগম। এ সময় টর্চলাইট নিয়ে বের হলে আলিমুল বাইরের টিনের লাকড়ি রাখার ঘরে আত্মগোপনের চেষ্টা করেন। কিন্তু নার্গিস বেগম সেখানে লাইট মারার পর আলিমুলকে চিনে ফেলেন।

ঘটনা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে আলিমুল ছুরি দিয়ে নার্গিসের পেটে আঘাত করে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর দুই দিন পর গত ২৯ জুন রাতে চিকিৎসাধীন নার্গিসের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান আলিমুল।

এ ঘটনায় নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরই অভিযানে নামে পুলিশ। পরে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মো. আলিমুল ইসলামকে ধরতে প্রথমে গাজীপুর ও পরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। সবশেষ চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গত ৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর থানার ওসি মো. এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, ডিবির পুলিশ পরিদর্শক নাঈম হাসান মো. নাহিদ, প্রেসক্লাব সভাপতি দেবাশীষ ভট্টাচার্যসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

টিভিতে আজকের যত খেলা

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

১০

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

১১

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

১২

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

১৩

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

১৪

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৫

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

১৬

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১৭

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১৮

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১৯

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

২০
X