শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরের চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

গ্রেপ্তার আলিমুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার আলিমুল ইসলাম। ছবি : কালবেলা

ময়মনসিংহের শেরপুরে চাঞ্চল্যকর গৃহবধূ নার্গিস বেগম হত্যাকাণ্ডের প্রধান আসামি আলিমুল ইসলামকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খোরশেদ আলম পিপিএম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, আলিমুল সদর উপজেলার দড়িপাড়া গ্রামের মো. সামিদুল হকের ছেলে। সে গত ২৭ জুন চুরির উদ্দেশ্যে সদর উপজেলার একই গ্রামের মৃত নওশের আলীর বাড়িতে প্রবেশ করে চিনে ফেলায় তার স্ত্রী নার্গিস বেগমকে ছুরিকাঘাত করে। পরে তার মৃত্যু হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে এসব ঘটনা স্বীকার করেছে আলিমুল। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ জুন নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ শেরপুর ব্র্যাক ব্যাংকের শাখা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে ঘরে রাখেন। পরে সে তার স্ত্রীর-সন্তানসহ টাঙ্গাইলে ঘুরতে যান। এ সময় তাদের বাড়িতে তার বৃদ্ধ মা ছাড়া আর কেউ ছিল না। এক পর্যায়ে টাকার বিষয়টি জানতে পেরে আলিমুল রাতে চুরির উদ্দেশ্যে তাদের বাড়িতে প্রবেশ করে। বাইরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলেও ট্রাংকের তালা ভাঙার সময় টের পান নার্গিস বেগম। এ সময় টর্চলাইট নিয়ে বের হলে আলিমুল বাইরের টিনের লাকড়ি রাখার ঘরে আত্মগোপনের চেষ্টা করেন। কিন্তু নার্গিস বেগম সেখানে লাইট মারার পর আলিমুলকে চিনে ফেলেন।

ঘটনা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে আলিমুল ছুরি দিয়ে নার্গিসের পেটে আঘাত করে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর দুই দিন পর গত ২৯ জুন রাতে চিকিৎসাধীন নার্গিসের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান আলিমুল।

এ ঘটনায় নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরই অভিযানে নামে পুলিশ। পরে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মো. আলিমুল ইসলামকে ধরতে প্রথমে গাজীপুর ও পরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। সবশেষ চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গত ৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর থানার ওসি মো. এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, ডিবির পুলিশ পরিদর্শক নাঈম হাসান মো. নাহিদ, প্রেসক্লাব সভাপতি দেবাশীষ ভট্টাচার্যসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X