কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ ইসমাইল (৩৬) নামের এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) বিকেলে রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট এর ডি/১ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইসমাইল উখিয়ার আশ্রয় ক্যাম্প-২ ইস্টের ডি/১ ব্লকের বাদশা মিয়ার ছেলে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন জানান, মোহাম্মদ ইসমাইল ক্যাম্পের পাশে কবরস্থান সংলগ্ন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৮-১০ জনের একটি দল ইসমাইলের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে চলে যায়। পরে চিৎকার শুনে কয়েকজন রোহিঙ্গা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন