কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১০:৩৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

দেড় কোটির সেতুতে চলাচল বন্ধ, ঝুঁকিপূর্ণ সেতুই একমাত্র ভরসা

সিরাজগঞ্জের কামারখন্দে সংযোগ ছাড়া নতুন ব্রিজের পাশে ঝুঁকিপূর্ণ ব্রিজ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের কামারখন্দে সংযোগ ছাড়া নতুন ব্রিজের পাশে ঝুঁকিপূর্ণ ব্রিজ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলার বলরামপুর গ্রামে শুধু প্রকৌশলীর গাফিলতিতে বন্ধ প্রায় দেড় কোটি টাকার সেতুর দুপাশের সংযোগ সড়কের কাজ। সেতুর দুপাশের সংযোগ সড়কের জন্য যে ভূমি অধিগ্রহণ করা প্রয়োজন তা না করেই জোরপূর্বকভাবে সড়কের জন্য জমি নিতে চেষ্টা করলে প্রকৌশলীর নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী জমির মালিক। যার ফলে মূল ব্রিজের কাজ সম্পন্ন হলেও ব্রিজের দুপাশে নতুন সড়কের অভাবে জনসাধারণ এবং যান চলাচলের জন্য চালু করা যাচ্ছে না ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা গেছে, প্রায় দেড় কোটি টাকায় তৈরি করা নতুন ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে।

মূল সড়ক সেতু বাদ দিয়ে পাশে নতুন করে বড় আকারে সেতু নির্মাণ করা হয়েছে। আর পুরাতন ঝুঁকিপূর্ণ সেতুটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু নতুন ব্রিজের কাজ সম্পন্ন হলেও দুপাশে সংযোগ সড়কের কাজ বন্ধ হয়ে গেছে মামলার কারণে।

এমন অবস্থায় পুরাতন ব্রিজের ওপরে যে ঢালাই, সেটা উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর নিচের পালেস্তরা খসে খসে পড়ছে অথচ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত বিজের ওপর দিয়ে প্রতিদিন শতশত ব্যাটারিচালিত ভ্যান, রিকশা, ট্রাক, বাস, মাইক্রোবাস চলাচল করছে।

অবস্থা এতটাই খারাপ যে যেকোনো ধরনের হালকা ও ভারী মোটরযান গেলেই ভূমিকম্পের মতো কাঁপুনি উঠে যায়। এই ব্রিজ নিয়ে এলাকাবাসী সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে থাকে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে, ব্রিজের নির্মাণ কাজটি জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২০১৮-১৯ অর্থবছরের আওতায়। উপজেলা হেডকোয়ার্টার (জামতৈল জিসি) ডি আর (আলোকদিয়ার নিকট)- বলরামপুর জিসি সড়কের ৭৭০০ চেইনেজ সড়কে নির্মিত বলরামপুর গ্রামের এ সেতু।

মামলাকারী জমির মালিক আব্দুল হাই বলেন, আমার ওখানে ১৫ শতক নিজস্ব কেনা সম্পত্তি অধিগ্রহণ হয়নি। যেখানে আগে ব্রিজ ছিল সেখানে না করে মালিকানা সম্পত্তির ওপরে ব্রিজ নির্মাণ করে গেছে। পরে আমি অভিযোগ দিয়েছি, তা তারা মানেনি। তখন আমি বাধ্য হয়েছি মামলা করতে। মামলা এখনো চলছে।

তিনি বলেন, এখান দিয়ে যে মালিকানা সম্পত্তি আছে সেটা না দেখেই জমির ওপর দিয়েই পরিকল্পনা করে গেছে। আমি নিষেধ করলে তারা মানেনি। মামলা করলে আদালত থেকে নিষেধাজ্ঞা দেয়। তখন কাজ বন্ধ হয়ে যায়। জোর করে তারা জমি নিতে চাচ্ছে। দোষ হচ্ছে প্রকৌশলীর। তিনি আমার কথা শোনেননি। আমার জায়গা সরকার যদি নিতে চায় দিতে বাধ্য থাকব। তবে রাস্তার সুবিধার্থে আমাকে মূল্য দিয়ে তারা জায়গা নেবে।

সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সন্ধি ট্রেডার্সের ফয়সাল আহমেদ বলেন, যে মামলা করেছিল তার জায়গা বুঝতে ইউএনও এবং এসিল্যান্ড গিয়ে জায়গা মাপ করে দেখে পাশের জমির মধ্যে চাপছে কিন্তু সে সময় মালিক ছিল না। পাশে ঝুঁকিপূর্ণ ব্রিজ থাকলেও কিছু করার নাই। জায়গার মালিক আদালতে মামলা করায় কাজ বন্ধ রয়েছে। মামলা উঠে গেলে পাশের ব্রিজ যেহেতু ঝুঁকিপূর্ণ আমি ওই কাজটি করে দিতাম। বরাদ্দ যেদিন আসে আসল।

উপজেলা প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ওই কাজটার কথা মনে ছিল না। আশা করছি আগামী তিন মাসের মধ্যে শেষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা কালবেলাকে বলেন, কিছু জায়গার অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় একটা মামলা চলমান। সে কারণেই হয়তো এ সংযোগ রাস্তাটুকু হচ্ছে না। সমন্বয় মিটিং এ কাগজ পত্রগুলো দেখে দ্রুত যাতে কাজটি করা যায় সেই ব্যবস্থা নেব।

তিনি বলেন, পাশের ঝুঁকিপূর্ণ ব্রিজের সাইনবোর্ড দেব। যেন বড় গাড়িগুলো চলতে না পারে সেটা আমরা দেখব। বড় ধরনের ট্রাক যদি চলে এখানে দুর্ঘটনা ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ বছরে প্রথমবার দলিল ব্যবস্থায় বড় পরিবর্তন

ডাকসু ইস্যুতে সেই নেতার বিরুদ্ধে জামায়াতের অ্যাকশন

চট্টগ্রাম-২ আসনে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাক কিংবদন্তি

লাগাতার বিতর্কে আলোচনার তুঙ্গে ডাকসু নেতা সর্বমিত্র

বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপত্তিতে পড়েছে স্কটল্যান্ড

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

১০

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

১১

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

অক্সফোর্ডের গবেষণা / তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

১৩

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

১৪

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

১৫

সাদ্দামের মায়ের প্রশ্ন, ‘এই জামিন দিয়ে কী হবে’

১৬

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

১৭

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

১৯

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

২০
X