বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কোটা নিয়ে অপপ্রচার ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি ইব্রাহীম খন্দকারের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানবন্ধনে বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ও ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে। আমরা তার প্রতিবাদ জানাই।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রতিনিধি হুমায়ুন মাস্টার, মুক্তিযোদ্ধা সন্তান মোশাররফ হোসেন পাঠান, মঞ্জুর হোসেন, শুক্কুর আলীসহ অনেকে।
মন্তব্য করুন