সিলেটের গোয়াইনঘাটের জাফলং বাজারে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি দখল করে গড়ে উঠা দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার জাফলংয়ে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে দখলমুক্ত ও জনগণের জন্য উন্মুক্ত করে দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এএসআই সাদ্দাম হোসেন ও স্থানীয় ইউপি সদস্য ফকরুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।
ইউএনও মো. তৌহিদুল ইসলাম বলেন, যাত্রী ছাউনিতে অবৈধ দোকান অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনস্বার্থে যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জনকল্যাণে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনি আধুনিকায়ন করা হবে।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় জনস্বার্থে দীর্ঘদিনের ভোগান্তি জাফলং যাত্রী ছাউনিকে অপদখল মুক্ত করা হয়েছে। তা ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।
অভিযান শেষে ইউএনও জাফলং বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গার জলাবদ্ধতা নিরসনে ও জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার নিমিত্তে সরেজমিনে পরিদর্শন করেন।
মন্তব্য করুন