মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
কোটা আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারীরা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্কুরিতযুদ্ধ চত্বরে অবস্থান নিয়ে কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।
এ সময় সড়কের অপর পাশে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীরা লাঠি ও হকিস্টিক নিয়ে আকস্মিক আন্দোলনকারীদের ওপর হামলা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, কোটা আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সড়কে অচলাবস্থা সৃষ্টি করে। এতে এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কে বা কারা হামলা করেছে বিষয়টি নিশ্চিত নয়। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।