ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আন্দোলনকারীদের ওপর স্বেচ্ছাসেবকলীগের হামলা

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

ফরিদপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর স্বেচ্ছাসেবক লীগ হামলা চালিয়েছে। এ ঘটনায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের গঙ্গাবর্দী এলাকার ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় আহতরা হলেন, ইনিস্টিউটের উপাধ্যক্ষ এ কে এম হাসিবুল হাসান, পঞ্চম পর্বের ছাত্রী ভাবনা আক্তার, সপ্তম পর্বের নাফিজ ইসলাম, পঞ্চম পর্বের অর্ক বিশ্বাস এবং আহত অপর ছাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে দুই ছাত্রকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই ছাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, আজ দুপুর সাড়ে ১২টায় কোটা সংস্কারের দাবিতে দুই শতাধিকের বেশি শিক্ষার্থী একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। পরে মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে এসে সড়ক অবরোধ শুরু করে। এর ৪০ মিনিট পর পুলিশ সেখানে গেলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। সঙ্গে সঙ্গেই স্বেচ্ছাসেবক লীগের অন্তত ৫০ জন নেতাকর্মী লাঠি ও রড নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষার্থীরা ছত্র ভঙ্গ হয়ে যার যার মতো করে ক্যাম্পাসের ভেতরে চলে এলে হামলাকারীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে বেধড়ক পিটুনি দিয়ে উপাধ্যক্ষ, দুই ছাত্র এবং দুই ছাত্রীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ওই সময় পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

আহত পঞ্চম পর্বের শিক্ষার্থী অর্ক বিশ্বাস বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এর মধ্যে আমাদের বাপের বয়সী লোক যারা সকলে হেলমেট পরিহিত রড ও ক্রিকেটের স্ট্যাম্প নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে। প্রশাসনিক ভবনের সামনে উপাধ্যক্ষ এ কে এম হাসিবুল হাসান এগিয়ে গিয়ে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন। হামলাকারীরা উপাধ্যক্ষের পায়ে রড দিয়ে আঘাত করে তাকে সরিয়ে দিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি কালবেলাকে জানান, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এমন খবর শুনে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে ছুটে যায়। হামলার কোনো খবর আমি জানি না।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. হাসানুজ্জামান বলেন, পুলিশ হামলাকারীদের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা না করলে আরও অনেক শিক্ষার্থী আহত হতেন। পুলিশই ক্যাম্পাস থেকে হামলাকারীদের হটিয়ে দেয়। হামলায় সময় নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ অস্বীকার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড মাথাব্যথা? দূর করবেন যেভাবে

প্রযোজকের কু-প্রস্তাবের শিকার পায়েল

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল ক্লাস-পরীক্ষা, হয়নি আলাদা আয়োজন 

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

খুলনা শিশু হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

১০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

১১

আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

১২

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

১৩

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

১৪

বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

১৫

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের র‍্যালি 

১৬

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

১৭

এবার পিএসজির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের

১৮

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

১৯

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে কাগজপত্র

২০
X