রংপুরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন স্কুল-কলেজের আন্দোলনকারীরা রাস্তায় নেমেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর জিলা স্কুল মোড়ে জড়ো হন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্বিবদ্যালয় পার্ক মোড়ে অবস্থান নেয়।
সরজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের এমন বিক্ষোভে সড়কে যান চলাচলের পাশাপাশি রাস্তার দুপাশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রংপুর সড়ক মহাসড়কেও ভারী যান চলাচল করেনি। দূরপাল্লার বাস মিনিবাস ট্রাকও ছিল অল্প সংখ্যক।
মিছিলে থাকা রণি নামে এক আন্দোলনকারী বলেন, আমাদের ভাই আবু সাঈদকে বিনা কারণে হত্যা করা হয়েছে, চাইলে তাকে গুলি নাও করতে পারত। আমরা এই কারণে বিক্ষোভ করছি। আমাদের দাবি যারা সাঈদকে হত্যা করছে তাদের বিচার করতে হবে।
শিরিন নামে আরেক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি তো অন্যায় নয়। এটা মেনে নিলে তো এতো আন্দোলন হতো না।
এদিকে রংপুর নগরী ও আশপাশ এলাকার গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কঠোর অবস্থানে ছিলেন তারা।
রংপুর জাহাজ কোম্পানি এলাকার ব্যবসায়ী তুহিন হোসেন বলেন, শুনেছি বৃহস্পতিবার অনেক বড় অন্দোলন হবে, রাস্তার পাশে দোকান এ কারণে বন্ধ রেখেছি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, যেকোনো পরিস্থিতিতে আমরা সতর্ক রয়েছি। পর্যাপ্ত সংখ্যাক ফোর্স প্রস্তুত রয়েছে।