আগামী দিনে মুক্তিযোদ্ধা ভাতা আরও বাড়বে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২টার সময় নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
আরও পড়ুন : দুদিনের কথা বলে ৯ বছর ছুটিতে চিকিৎসক
মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্দেশে আ ক ম মোজাম্মেল হক বলেন, ৭৫ এর পর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতো না। শেখ হাসিনা এখন মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিচ্ছেন। এই ভাতা আগামী দিনে আরও বাড়বে। তিনি মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। কবরকে একই রকম ডিজাইনের মাধ্যমে সংরক্ষিত করা হচ্ছে। যেনো শত বছর হলেও মানুষ চিনতে পারবে। বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস করা হচ্ছে। এই নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায় না তারা তা মেনে নেয় না। তাই সময় সুযোগ পেলে মিথ্যাচার করে। এটা মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের বাংলাদেশের দোসররা এদেশকে অস্থিতিশীল করতে মরিয়া। নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায় বিএনপি-জামায়াত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন : রাতেই দলে দলে পল্টনে ঢুকছে বিএনপি নেতাকর্মীরা
বিএনপি-জামাত আরেকটা ১৫ আগস্ট চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। জামায়াত দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায়। আমার আবেদন থাকবে শেখ হাসিনার নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করবেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, এখনো অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায়। বঙ্গবন্ধুকে অস্বীকার করার মানে দেশকে অস্বীকার করা। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলী হোসাইন, বীর মুক্তিযোদ্ধাগণসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন