রংপুর ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামিসহ ৮ কিশোর মুক্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ছয় আসামিসহ আট কিশোর জামিনে মুক্তি পেয়েছে। গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তারা রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়। জেল গেটেই পরিবারের সদস্যরা তাদের গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত বণিক।

তিনি বলেন, মুক্তির আদেশ রাত সাড়ে ৯টার দিকে কারাগারে গেলে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে রাত ৮টার দিকে এই শুনানি করেন লিগ্যাল এইডের আইনজীবী শামীম আল মামুন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম আহসানুল হক রানা।

লিগ্যাল এইডের আইনজীবী শামীম আল মামুন বলেন, সরকারি উদ্যোগে লিগ্যাল এইডে এই শুনানি করা হয়। বিশেষ আদালত শুক্রবার রাত ৮টার দিকে শুনানি শেষে শিক্ষার্থী বিবেচনায় এই জামিন মঞ্জুর করেন।

রংপুর সিএমএম আদালতের জিআরও এসআই হাফিজ বলেন, শিক্ষার্থীদের অভিভাবকদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, জামিন হওয়া আট শিক্ষার্থীর মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুহিন, আল মারজান, পাভেল মিয়া, আমির হামজা ওরফে আমির, মো. সৌরভ মিয়াকে তাজহাট থানা ভাঙচুর ও আবু সাঈদ হত্যা মামলার আসামি করা হয়।

বাকিরা হলো তৌফিক ওমর ধ্রব ও নিয়াজ আহমেদ রকি। তারা দুজন নাশকতা মামলার আসামি। এর মধ্যে আমির হামজা ও তৌফিক ওমর ধ্রব এইচএসসি পরীক্ষার্থী এবং পাভেল মিয়া এসএসসি পাস।

দিলরুবা খানম নামে এক অভিভাবক বলেন, আমার ছেলে পাভেল। সে দর্শনা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সিটি কলেজে ভর্তি হওয়ার জন্য ২৬ তারিখে বের হয়। কিন্তু মডার্ন মোড় থেকে তাকে পুলিশ ধরে। আমি জানি সে নিরপরাধ। আমি সব মামলা থেকে তার অব্যাহতি চাই।

সহকারী পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত আদালত) শুভ্রত ব্যানার্জি বলেন, আমরা বিভিন্নভাবে জানতে পারি তারা শিশু-কিশোর। পরে তাদের পক্ষে আদালতে আবেদন করা হলে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর হয়।

তিনি বলেন, কোনো শিশু-কিশোর আটক বা গ্রেপ্তার থাকলে তাদের জামিন বিষয়ে বিবেচনা করা হবে।

আসামিপক্ষের আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট জানান, তারা জামিনে মুক্তি পেলেও মামলা থেকে অব্যাহতি পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আমরা চাই, তাদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

১০

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

১১

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

১২

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১৩

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

১৪

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১৫

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১৬

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১৭

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৮

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

১৯

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

২০
X