মুন্সীগঞ্জের গজারিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা পাহারা দিচ্ছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার ভবেরচর ইউনিয়নের দাস পাড়া এলাকায় শ্রী শ্রী সর্বজনীন শারদীয় দুর্গা মন্দিরে পাহারা দিতে দেখা যায় তাদের।
গজারিয়া উপজেলা সমন্বয়ক সাদেকুল হাসান সাকিব বলেন, সাধারণ ছাত্ররা তাদের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। ছাত্র আন্দোলন কখনো শেষ হয় না। যেহেতু আমরা আন্দোলন করে দাবি আদায় করছি তাই নতুন সরকার আসা পর্যন্ত এ দেশ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল ও সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
তিনি বলেন, সবাই আমাদের গজারিয়াকে সুরক্ষিত রাখার জন্য দায়বদ্ধ। আমরা আমাদের প্রিয় গজারিয়ায় কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মসজিদ-মন্দিরের মতো পবিত্র স্থানে ভাঙচুরের খেলা দেখতে চাই না।
দায়িত্ব পালন করা তানভীর আহাম্মদ নামে আরেকজন বলেন, কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনা আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তার এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য পাহারা দিচ্ছি। কোনো গোষ্ঠী যেন সুযোগ নিতে না পারে সেটাও নিশ্চিতে কাজ করছি।
তিনি বলেন, কেন্দ্রীয় সমন্বয়কদের কাছ থেকে যে পর্যন্ত নির্দেশনা না আসবে সে পর্যন্ত আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তার দায়িত্ব নেব।
বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলায় দায়িত্ব পালন করা আব্দুল হাই মাহিন মিয়া বলেন, কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করছি। আমরা চাচ্ছি দুষ্কৃতকারী কোনো পক্ষ যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন তানভীর আহম্মেদ, তুহিন আহম্মেদ, কৃষ্ণা দাস, ইয়ামিন, শাহাদাত, আফিদ, সিয়াম।