টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তল্লাশির নামে হয়রানির অভিযোগ যাত্রীদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী স্টেশন রোড, আব্দুল্লাহপুর, বিএনএস সেন্টারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। এসময় সন্দেহভাজন প্রায় অর্ধশতজনকে পুলিশি হেফাজতে নিতেও দেখা যায়।

এই তল্লাশি কার্যক্রমে ভোগান্তির পাশাপাশি হয়রানির অভিযোগ করেছেন যাত্রীরা। এতে যাত্রীদের গুরুত্বপূর্ণ কাজে যেতেও বিঘ্ন ঘটছে এবং তাদের সময় নষ্ট হচ্ছে বলেও জানান।

আরও পড়ুন : শান্তি সমাবেশে যোগ দিতে ট্রেনে যুবলীগের যাত্রা

রাজধানীর বসুন্ধরায় বোনের বাড়িতে বেড়াতে আসা স্বাধীন নামের এক যাত্রীর দাবি, তিনি রাজনৈতিক কোনো দলের সঙ্গে যুক্ত নন। তবু বাসে তল্লাশির সময় মুঠোফোন তল্লাশি করা হয়েছে। এসময় তার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্নভাবে তাকে তল্লাশি করা হয়। তিনি বলেন, ‘সবারই ব্যক্তিগত কিছু বিষয় থাকে। তারা জোরপূর্বক আমার ফোন তল্লাশি করল, কিছু বলতে চাইলে পুলিশ আরও রাগান্বিত হন।’

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া সড়ক এসে যুক্ত হয়েছে রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গাড়িগুলো আশুলিয়া সড়ক হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরে বের হয়। এই সড়কটি ঘিরেই বসেছে তল্লাশি।

আরও পড়ুন : ঢাকার প্রবেশপথে তল্লাশি

সরেজমিন দেখা যায়, আবদুল্লাহপুর মোড়ে বিআরটি প্রকল্পের উড়ালসড়কের নিচে বসেছে তল্লাশি। এ সময় দূরপাল্লার বাসগুলো উড়ালসড়কের নিচেই গতিরোধ করে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রীদের নাম, পরিচয়, ঠিকানা জিজ্ঞাসা করছেন। সেই সঙ্গে তাদের গন্তব্যস্থলও জানতে চাচ্ছে পুলিশ। কাউকে অতিরিক্ত সন্দেহ হলে বাস থেকে নামিয়েও তল্লাশি করছেন। এর মধ্যে কারও কথাবার্তায় সন্দেহ প্রকাশ পেলে পুলিশি হেফাজতে নিতেও দেখা যায়।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, আমরা রাত থেকেই তল্লাশি চালাচ্ছি। রাতে কিছু মাদকও উদ্ধার করা হয়েছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না। তবে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যাদের সন্দেহভাজন মনে হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন মনে হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। যদি কোনো সহিংসতার প্রমাণ না পাওয়া যায় তাহলে ছেড়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি রোগ হলে কী কী লক্ষণ হবে শরীরে

এবার ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সমন্বয়ক রিয়াদ রিমান্ডে 

কাগজপত্র জালিয়াতি করে অধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন

বিপিএলে ১ বলে ১৫ রান দেওয়া বোলার এবার দিলেন ১ বলে ২২ রান!

পেছাল রাকসু নির্বাচনের তারিখ, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

রুমমেটকে ছুরিকাঘাত, ঘটনাটি সাজানো বললেন ভিপি প্রার্থী জালাল

ইরানে ফিরলেন আইএইএ পরিদর্শকরা, পরমাণু সহযোগিতা অনিশ্চিত

জরায়ুমুখের ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে আছেন?

প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃত্বিক, নেবেন কত রুপি?

বাজারে চিংড়ির খোলসের ভেতর জেলি, অতঃপর...

১০

ডিএমপির ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

১১

জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভয়াবহ ধস, ৩০ জনের মৃত্যু

১২

আত্মহত্যায় সাহায্যের অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

১৩

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল অরণ্যের জীবন

১৪

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি

১৫

এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

১৬

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

১৭

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

১৮

গ্রেপ্তার ডাকসুর ভিপি প্রার্থী জালালকে নিয়ে রাশেদের পোস্ট

১৯

রাজশাহীতে সিসিএসের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন

২০
X