জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাবিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনীর মেজর রেজা আহাম্মদ।
তিনি বলেন, নাশকতা, ভাঙচুর, লুটপাট, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। সভায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, থানা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদি আশিক পার্থ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, নাফিউল হাদি মিঠু, সাবেক জেলা যুবদলের সম্পাদক ওবায়দুর রহমান সুইট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসেন, রওনক মাহমুদ, রুহুল আমিন, রনি, রাফিউল ইসলাম, মাহমুদুল, শাহিনুরসহ ধর্মীয় নেতা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ প্রমুখ।