সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাঁথিয়ায় শশী বাহিনীর বিচার চেয়ে গ্রামবাসীর অভিযোগ

শশী বাহিনীর প্রধান এনামুল কবির শশী। ছবি : কালবেলা
শশী বাহিনীর প্রধান এনামুল কবির শশী। ছবি : কালবেলা

পাবনার সাঁথিয়ায় শশী বাহিনীর অত্যাচারে গ্রাম ছাড়া ৪৭টি পরিবার প্রায় ৪ বছর পর এলাকায় ফিরে এলে তাদের ওপর ফের হামলা চালায় শশী বাহিনী।

এ ঘটনায় আছির প্রামাণিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শশী বাহিনীর অত্যাচারের বিচার চেয়ে সাঁথিয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শুক্রবার (৯ আগস্ট) লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসী।

এনামুল কবির শশী উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি ধোপাদহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৫ মার্চ উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামের তাজমুল মেম্বার গ্রুপের সঙ্গে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এনামুল কবীর শশী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় শশীর পক্ষের নাজির উদ্দিন (৩০) নামে একজন নিহত হন।

এ ঘটনায় ২৯ জনের নামে মামলা হয়। প্রায় ৪ বছর আসামিদের গ্রাম ছাড়া করে রাখে। এমনকি ওই পরিবারগুলোর বাড়িঘর, জমি দখল করে নেয়। আত্মসাৎ করে তাদের জমির ফসলসহ কোটি টাকার সম্পদ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়ি ছাড়া ৪৭টি পরিবার তাদের বাড়িতে ফিরে এলে শশী বাহিনীর লোকজন তাদের ওপর আবারও হামলা করে। শুরু হয় সংঘর্ষ।

এ সময় শশী বাহিনীর আছির উদ্দিন (৪২) নামে একজন ফালাবিদ্ধ হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান। এ পর্যন্ত শশী বাহিনীর গ্রুপের সদস্য কেরাই, মিলন, রবিউলসহ বেশ কয়েকজন ওই গ্রামের আব্দুর রহমান পাষাণের বাড়িঘর লুটপাট করে ও তার স্ত্রীকে হেনস্তা করে।

এ ব্যাপারে শশীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে তাজমুল মেম্বার, লিয়াকত আলী খোকন, ফরহাদ ও লাল মিয়া সাঁথিয়া উপজেলার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সেনা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, ওই গ্রামবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর মাধ্যমে লিখিত অভিযোগ পেয়েছি। থানার কার্যক্রম শুরু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়ে খেলাঘরের বিবৃতি

রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী

জবি ছাত্রী হলে ছাত্রলীগের ৯ কর্মীকে অবাঞ্চিত ঘোষণা

দেশে রিজার্ভের পরিমাণ জানা গেল

গাইবান্ধা জেলা জাসদ সভাপতি মনার মৃত্যু

সাভার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কাজে ফিরেছে শ্রমিকরা

মণিপুরে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান

হলান্ডকে নিয়ে রিয়াল-সিটির টানাটানি

‘আলো আসবেই’ নিয়ে মুখ খুললেন গ্রুপের অ্যাডমিন শামীমা তুষ্টি

যুবদল নেতার ওপর স্বেচ্ছাসেবক দলের হামলা

১০

ইতালির মোনফ্যালকনে বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

১১

কোটা আন্দোলনে শহীদদের তালিকা কবে হবে জানালেন উপদেষ্টা নাহিদ

১২

ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে?

১৩

সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে / বিশেষ অভিযানে যৌথবাহিনী

১৫

সন্ধ্যায় দেশে ফিরছেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

১৬

তরুণীকে হত্যার ঘটনায় ক্ষেপলেন এরদোয়ান, নিন্দা জানাল যুক্তরাষ্ট্রও

১৭

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৮

রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা

১৯

গণভবন জাদুঘর হলে যা থাকবে সেখানে

২০
X